এবার স্কুলের সিলেবাসে বাধ্যতামূলক হচ্ছে রামায়ণ, মহাভারত?

১৯ সদস্যের জাতীয় সিলেবাস অ্যান্ড টিচিং লার্নিং মেটেরিয়াল কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

November 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
এই সুপারিশ করেছে NCERT গঠিত কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার স্কুলের পাঠ্যপুস্তকে রামায়ণ মহাভারত। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে এই দুই মহাকাব্য। এই সুপারিশ করেছে NCERT গঠিত কমিটি। এ বিষয়ে গতবছর একটি উচ্চপর্যায়ের সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রম খতিয়ে দেখেছিল এই কমিটি। পাঠ্যবইয়ে রামায়ণ, মহাভারত অন্তর্ভুক্ত করা এবং শ্রেণিকক্ষের দেওয়ালে সংবিধানের প্রস্তাবনা লেখার সুপারিশও করেছে এই কমিটি। কিন্তু এর আগে থেকেই পশ্চিমবাংলার কিছু বাংলা মিডিয়াম স্কুলে শিশুসাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত এবং মহাভারতের গল্প পড়ানো হত।

মঙ্গলবার এই কমিটির চেয়ারপার্সন সি আই আইজ্যাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাসে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য পড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। এতে কিশোর পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস, দেশভক্তি এবং দেশের প্রতি গৌরব বোধের অনুভূতি তৈরি হবে। প্রতি বছর হাজার হাজার পড়ুয়া দেশের বাইরে চলে যায়। অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার আবেদন করে। এর কারণ তাঁদের মধ্যে দেশপ্রেমের অভাব। সেই কারণেই পড়ুয়াদের মনে দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলা উচিত। এবার কমিটির সুপারিশ এবার ১৯ সদস্যের জাতীয় সিলেবাস অ্যান্ড টিচিং লার্নিং মেটেরিয়াল কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen