এবার ফুটবল থেকে অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী ?

শুক্রবার দুপুরে রাজারহাটের টিম হোটেলে সংবাদমাধ্যমের কাছে এই জল্পনা উসকে দিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী নিজেই।

June 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুনীল ছেত্রী কি এবার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন? এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেই কি ভারতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন সুনীল? শুক্রবার দুপুরের পর থেকেই এরকম জল্পনা তৈরি হয়েছে ফুটবল মহলে।

শুক্রবার দুপুরে রাজারহাটের টিম হোটেলে সংবাদমাধ্যমের কাছে এই জল্পনা উসকে দিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী নিজেই। সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদ থেকে প্রফুল্ল পটেলকে সরিয়ে সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি (সিওএ) গড়ে দিয়েছে ফেডারেশন পরিচালনার জন্য। ফুটবলমহলের অনেকের আশঙ্কা, এর ফলে ফিফা নির্বাসিত করতে পারে ভারতকে। সাংবাদিকদের সামনে সুনীল বলেন, ‘‘এই খবরটা শোনার পর আমি‍ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এ রকম কিছু হলে দেশ জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হত। তা ছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না কত দিন আর খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তাও জানি না। তবে আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা নির্বাসিত করবে না। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে।’’

এএফসি এশিয়া কাপের মূল পর্বের যোগ্যতা অর্জনকেই পাখির চোখ করছেন সুনীল। এর পাশাপাশি, নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনাও সেরে ফেলেছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের প্রত্যেকের একমাত্র লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা। অনেকেই আমাকে প্রশ্ন করেন, এটাই আমার শেষ এশিয়ান কাপ কি না। পাঁচ বছর আগেও এই একই প্রশ্ন শুনতে হয়েছিল। হয়ত এখনি আমার নিজের কাছে এই প্রশ্নের উত্তর নেই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen