সত্যি কি বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের পাশে আছে বিজেপি, নাকি তুলতে চায় রাজনৈতিক ফায়দা

‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক অতিসংক্ষিপ্ত প্রতিবেদনটি ছত্রে ছত্রে নরেন্দ্র মোদী তথা বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্নে জর্জরিত।

October 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুর্গাপুজো ঘিরে ধারাবাহিক সাম্প্রদায়িক হিংসার জেরে অশান্ত বাংলাদেশ। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে জোর চর্চা চলছে। রাষ্ট্রসংঘ সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। আমেরিকাও হিন্দু মন্দির, দুর্গামণ্ডপ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়ে বিবৃতি জারি করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষ্ক্রিয় কেন? এবার এমনই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে।

‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক অতিসংক্ষিপ্ত প্রতিবেদনটি ছত্রে ছত্রে নরেন্দ্র মোদী তথা বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্নে জর্জরিত। সেখানে লেখা – ‘আমরা বিস্মিত, ভারতের যে প্রধানমন্ত্রী ভোট টানার অঙ্কে বাংলাদেশে পুজো দিতে গিয়ে প্রচার সারলেন, তিনি প্রথম থেকে নিষ্ক্রিয় কেন? নাকি বাংলাদেশের হিন্দুনিগ্রহ দেখাতে পারলে, সেই সুড়সুড়ি দিয়ে এই বাংলায় হিন্দু-আবেগ উসকে ভোট করার চেষ্টা? বাংলাদেশের ঘটনায় যথাযথ তদন্ত চাই।’

শুধু তাই নয়, মোদীর পাশাপাশি এই ইস্যুতে বিজেপির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছে তৃণমূলের মুখপত্র। প্রথম পাতায় ‘শকুনের রাজনীতি বিজেপি’র শিরোনামে বিদ্ধ করা হয়েছে গেরুয়া শিবিরকে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বলেন, ‘বাংলাদেশের হিংসা নিয়ে বিজেপি কোনও রাজনৈতিক চাল দেওয়ার পরিকল্পনা করছে। নাহলে কেন শুভেন্দু বলবেন, বাংলাদেশের ঘটনার পর আমাদের ভোট বাড়বে? আমরা জিতব সামনের ভোটগুলোয়? তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সমীকরণ ঠিক কী?’

যাঁরা ভারতে এনআরসি-সিএএ-কে সমর্থন জানিয়ে এখন বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে সরব হচ্ছেন, তাঁরা আসলে “ভন্ড-প্রতারক”, বিজেপির সম্বন্ধে মনে করছেন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen