নেশায় বুঁদ দেশের তরুণ প্রজন্ম? সংসদে বিস্ফোরক তথ্য পেশ সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের

ছ’বছর আগের সমীক্ষা রিপোর্ট সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের কাছে ‘সাম্প্রতিকতম’ হয়ে উঠেছে!

December 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Edge Treatment Cancer

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের প্রায় ১ কোটি ১৮ লক্ষ কিশোর-কিশোরী ইতিমধ্যেই মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়েছে। সম্প্রতি সংসদে এই তথ্য পেশ করেছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক। ছ’বছর আগের একটি সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে এই তথ্য পেশ করা হয়েছে। ছ’বছর আগের সমীক্ষা রিপোর্ট সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের কাছে ‘সাম্প্রতিকতম’ হয়ে উঠেছে! তবে কি এ নিয়ে আর সমীক্ষা হয়নি? উঠছে সেই প্রশ্নও।

২০ লক্ষ কিশোর গাঁজা সেবন করছে, ৪০ লক্ষ আফিমে আসক্ত, সেডাটিভের মতো বিভিন্ন মাদকে ২০ লক্ষ মশগুল। মাদকাসক্তদের বয়স বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। সামগ্রিকভাবে সংখ্যাটা প্রায় ১ কোটি ১৮ লক্ষ। এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারের মাধ্যমে ২০১৮ সালে সমীক্ষা করেছিল সংশ্লিষ্ট মন্ত্রক। তাতেই এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্র সংসদে জানিয়েছে, নেশামুক্তির উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন কর্মসূচি নেওয়া হয়েছে। এই মুহূর্তে গোটা ৬৭৭টি নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে নেশামুক্তি কেন্দ্রগুলির জন্য ১৩২ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen