পাশ হওয়া বিল আটকাচ্ছেন রাজ্যপাল? সংশোধনী প্রস্তাব আনছে রাজ্য

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:০০: সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। তা সত্ত্বেও অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার বিধানসভায় সংবিধান সংশোধনী প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসকদল।
৯ জুন থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে অধিবেশন। সপ্তাহ দুয়েক চলার কথা সেই অধিবেশনের। এই অধিবেশনেই সংবিধান সংশোধনী প্রস্তাব আনা হবে বলে জানা যাচ্ছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে বিলগুলি রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেই বিলগুলিতে অনুমোদন দেওয়ার বিষয় বিকুইজেশন আসতে পারে যে সংবিধান সংশোধনী প্রস্তাব আনা হতে পারে। তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। যদি সময়সীমা বেঁধে দিতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাঁদের। সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে ‘নির্দেশ’ দিতে পারে না। সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শীর্ষ আদালত ‘সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে’ আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতেই হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে সে প্রস্তাব আনা হতে পারে।