পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের শিক্ষা প্রতিষ্ঠানের জমির লিজ বাতিল, লাদাখের অধিকারের দাবিতে সরব হওয়ার মাশুল?

August 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৩: পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫৪ হেক্টর জমি লিজে দেওয়া হয়েছিল। সেই লিজ এবার বাতিল করল লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ২০১৮ সালে হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ লার্নিং তৈরির জন্য ৪০ বছরের জন্য লিজে জমি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার লেহ’র ডেপুটি কমিশনার লিজ-চুক্তি বাতিল করে দেন। তাঁর যুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির জন্য জমি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত সেখানে কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। ওই এলাকা থেকে সমস্ত জিনিসপত্র ও সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন ডেপুটি কমিশনার। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ লাদাখবাসী। তাদের দাবি, শুধু সোনম ওয়াংচুক নয়, গোটা লাদাখের উপরেই আক্রমণ করা হল। টার্গেট করা হয়েছে লেহর স্থানীয় প্রশাসন ও কার্গিল গণতান্ত্রিক জোটকে। লাদাখের মানুষের হয়ে সোনম সরব হয়েছিলেন। তার জন্যই পরিবেশকর্মীর থেকে জমির লিজ কেড়ে নেওয়া হল।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে কেন্দ্রের শাসন চলছে সেখানে। কেন্দ্রশাসিত অঞ্চল হলেও গণতান্ত্রিক পরিবেশ মিলছিল না বলে অভিযোগ। কেন্দ্রের শাসনের অবসান, রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফশিলের অধীনে বিশেষ মর্যাদার দাবিতে আন্দোলন আরম্ভ হয়। লাদাখের মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন ওয়াংচুক। আন্দোলনকে গোটা দেশের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। দীর্ঘদিন অনশনও করেছিলেন। মনে করা হচ্ছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি হিসেবেই তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের লিজ বাতিল করে দেওয়া হল। গোটা প্রক্রিয়ায় হতবাক স্বয়ং ওয়াংচুকও। তিনি বলেন, এইচআইএএল চ্যারিটেবল ট্রাস্ট। শিক্ষাপ্রতিষ্ঠান চ্যারিটেবল সংস্থা হিসেবে নথিভুক্ত। তার ভিত্তিতেই জমি লিজ দেওয়া হয়েছিল। ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় নয়। উল্লেখ্য, লাদাখের জলের সমস্যা মেটাতে আইস-স্তূপ প্রকল্প ব্যাপক সফল হয়েছিল। তারপরই লাদাখের মানুষজনের আগ্রহে ও সাহায্যে এইচআইএএল তৈরি হয়। ২০১৮ সালে জমির অনুমোদন পান সোনম। এবার হঠাৎ করেই তা বাতিল করা হল। লাদাখের মানুষের স্বার্থরক্ষার দাবি তোলায় পাল্টা এহেন পদক্ষেপ? উঠছে প্রশ্ন।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen