একাকী ভ্রমণ, রহস্যময় পোস্ট! নীল–তৃণার সম্পর্কে কি সত্যিই ভাঙন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৪: টলিপাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা—যাঁদের প্রেম ও সংসারকে অনুরাগীরা এতদিন রূপকথার মতোই দেখেছেন। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা সেই রূপকথায় যেন গাঢ় ছায়া ফেলেছে। ফিসফাস চলছে—তাঁদের সম্পর্কে কি সত্যিই ফাটল ধরেছে?
প্রথমেই শোনা যাচ্ছে, তাঁরা নাকি বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। যদিও নীল বা তৃণা কেউই এ নিয়ে মুখ খুলছেন না। আর ঠিক এই নীরবতাই জল্পনাকে আরও বাড়াচ্ছে। তার ওপর নীলের একা ভিয়েতনাম ভ্রমণ যেন আগুনে ঘি ঢেলেছে। তৃণা তখন ব্যস্ত তাঁর ধারাবাহিকে, আর নীল নিজে কাজ থেকে ছুটি নিয়ে একা বিদেশে বেড়াতে যান—এই ঘটনা অনেকের কাছেই স্বাভাবিক মনে হয়নি।
এরপর আসে নীলের একটি রহস্যময় পোস্ট। ভিয়েতনামে থাকা অবস্থায় তিনি দুটি যুগলের মিলেমিশে থাকা একটি ভিডিও শেয়ার করে লেখেন—“আমি চাই তোমার গল্পটা যেন এভাবেই শেষ হয়।” ঠিক কী ইঙ্গিত লুকিয়ে ছিল এই ক্যাপশনে? সম্পর্কের প্রতি আকাঙ্ক্ষা, নাকি কোনও আক্ষেপ—ব্যাখ্যা মিলছে না কিছুই।
সবশেষে সোশ্যাল মিডিয়ায় বড় ধাক্কা—নীল ও তৃণা পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। যাঁদের প্রোফাইল একসময় ভালোবাসার ছবিতে ভরা থাকত, সেখানে এখন নীরবতা। আর এই আনফলো-ই জল্পনার চূড়ান্ত ধাপ হিসেবে ধরা হচ্ছে।
এই সবকিছুর মাঝেই নীলকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সরাসরি অস্বীকারও করেননি, উড়িয়েও দেননি—আর এই আচরণই প্রশ্ন আরও বাড়িয়ে তুলেছে।
তাহলে কি সত্যিই আলাদা পথে হাঁটছেন টলিউডের এই প্রিয় জুটি? নাকি সময়ের সঙ্গে মেঘ কাটবে? অনুরাগীরা এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারছেন না—তাঁদের প্রিয় দম্পতির মুখ থেকে সত্যিটা শোনার জন্য।
আপনার কী মনে হয়—এই গুঞ্জনের পেছনে কতটা সত্যতা লুকিয়ে আছে?