‘GEN-Y’-র মন থেকে উধাও মোদী ম্যাজিক? পদ্ম শিবিরে চিন্তা বাড়ছে চব্বিশ নিয়ে

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা দেশে এক কোটি যুবক-যুবতীর সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে হবে।

November 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোদীর থেকে কি ক্রমেই সরে যাচ্ছে যুব সম্প্রদায়ের ভোট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই লোকসভা ভোট। কিন্তু ২০২৪ নিয়ে অশনি সংকেত দেখছে মোদী ব্রিগেড। মোদীর থেকে কি ক্রমেই সরে যাচ্ছে যুব সম্প্রদায়ের ভোট? যুব সমাজের কাছে মোদীর জনপ্রিয়তা কি ক্রমশ তলানিতে ঠেকছে? গেরুয়া শিবিরের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। শনিবার দিল্লিতে বিজেপির যুব সংগঠনের জাতীয় কর্মসমিতির বৈঠকে সেই মর্মে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা দেশে এক কোটি যুবক-যুবতীর সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে হবে। নতুন ভোটারদের বিশেষভাবে নজর দিতে নিদান দেওয়া হয়েছে। সদ্য ভোটারদের সামনে মোদী সরকারের বিগত ন’বছরের সাফল্যের তুলে ধরার কথাও বলা হয়েছে।

লোকসভা ভোটের আগেই দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে যুব সম্মেলনের আয়োজন করার কথা বলা হয়েছে। বাংলায় ২৯৪টি যুব সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু করতে চাইছে পদ্ম শিবির। যুব সম্প্রদায়ের কাছাকাছি পৌঁছনোর রাস্তা হল কর্মসংস্থান। মোদী আমলে দেশজুড়ে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির রিপোর্টে দেখা যাচ্ছে, গত অক্টোবরে গোটা দেশে বেকারত্বের হার ১০.০৯ শতাংশে
পৌঁছেছে। ২০২১ সালের মে মাসের পর থেকে তা সর্বোচ্চ। বাড়তে থাকা বেকারত্বই যুবদের মধ্যে মোদীর জনপ্রিয়তা হ্রাসের কারণ? গেরুয়া শিবিরের মাথা ব্যথা বাড়ছে।

গেরুয়া শিবিরের আশঙ্কা, যুব সম্প্রদায়ের একাংশ মুখ ফিরিয়ে নিলে চব্বিশে বিজেপির ধস নামতে বাধ্য। পরিস্থিতি আগাম আঁচ করেই যুবক-যুবতীর সঙ্গে জনসংযোগ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সাফ জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে যুব সমাজ যেমন মোদীকে সমর্থন জানিয়েছে, সেই একইভাবে যাতে ২০২৪ সালের লোকসভা ভোটেও যুব সমাজের সমর্থন থাকে তা সুনিশ্চিত করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen