এই কি অমিত শাহদের সোনার বাংলা? শীতলকুচির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা অভিষেকের
শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকেই দফায় দফায় হিংসা ও অশান্তির খবর মেলে।

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এক ট্যুইট বার্তায় সরাসরি এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) দায়ী করলেন অভিষেক। শনিবার ট্যুইট করে অভিষেক বলেন এই সোনার বাংলার স্বপ্নই কি দেখাতে চলেছেন অমিত শাহরা ?
অভিষেক শনিবার বলেন শীতলকুচিতে চারজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। কোনও ভাবেই এই ধরণের হিংসা মেনে নেওয়া যায় না। সোনার বাংলা গঠন করার দাবি করছেন মোদী অমিত শাহরা। তাহলে কি এই সোনার বাংলার স্বপ্নই তাঁরা দেখছেন?
শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকেই দফায় দফায় হিংসা ও অশান্তির খবর মেলে। তবে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য শীতলকুচির জোড় পাটকির ১৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর-এর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। নির্বাচন কমিশন জানায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সাংসদ দোলা সেন এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জবাব দাবি করেন। তিনি বলেন, “এই রক্ত উপত্যাকা আমার দেশ নয়, আমরা শান্তি চাই।” অভিযোগ মৃত ৪ জনই তৃণমূল কর্মী।