২০২৬-এর সমাজমাধ্যমে লড়াইয়ে কী মহিলার নেতৃত্বে শান দেওয়ার পথে তৃণমূল সাইবার সৈনিকদের বৃহত্তম সংগঠন ‘ফ্যাম’?

১০ বছর পেরিয়ে ১১তে পা দিল ফ্যাম কমিউনিটি।

February 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০ বছর পেরিয়ে ১১তে পা দিল ফ্যাম কমিউনিটি। প্রতিবারের মতো এবারও তৃণমূল কংগ্রেসের অন্যতম বৃহৎ সমর্থক গ্রুপ ফ্যাম কমিউনিটিতে #FAMGeneralElection2025 হতে চলেছে। মূলত ৩টি পদের জন্য এই নির্বাচন হবে। সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই লড়াই হবে। এই ৩ পদে ১১ জন প্রার্থী দাঁড়িয়েছেন।
সভাপতি পদে দাঁড়িয়েছেন তাপস সাধুখাঁ, শতাব্দী ভট্টাচার্য প্রামাণিক ও ঝন্টু নায়েক। সহ সভাপতি পদে দাঁড়িয়েছেন কৌশিক চক্রবর্তী, অমিত ব্যানার্জি, দেবজিৎ রায় চৌধুরী, বাপ্পাদিত্য মাজি। সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন রিয়া দে মল্লিক, পার্থ চক্রবর্তী, প্রসেনজিৎ দত্ত ও সুজিত কুমার রায়।

একটি নির্দিষ্ট ভোটার লিস্ট আছে এবং জেলা কমিটির সদস্যরা ভোট দিতে পারবেন। আগামী ৬ই ফেব্রুয়ারি ভোট হবে এবং সেদিনই ঘোষণা হবে জয়ী কারা হলেন। ফ্যামের অন্যতম ফাউন্ডার ঋতম প্রামাণিক এই মুহূর্তে নির্বাচন কমিশনার। অনলাইনে এই ভোট হবে।

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, ‘তৃণমূল কংগ্রেসের নিজস্ব আইটি সেল তৈরি হওয়ার আগে থেকে ফ্যাম সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছে। এই সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করেন। তৃণমূল কংগ্রেসের যে কোনও কর্মসূচির প্রচারে ফ্যামের সহযোগিতা মেলে। আর তাই ফ্যাম যত সমৃদ্ধ হবে, তৃণমূল কংগ্রেসও তত সমৃদ্ধ হবে।’

বিগত ১০ বছর ধরে ফ্যাম তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রচার করে এসেছে এবং বিরোধীদের কুৎসা অপপ্রচারের জবাবও দিয়েছে। এদের আরেকটি পরিচয় হলুদ বাহিনী। কেন হলুদ বাহিনী? এই টিমের ড্রেস কোড আছে যেটার রঙ হলুদ। ফ্যাম কলকাতা ও হাওড়ায় দুটো Conclave করেছে। এই কনক্ল্যাভ দুটিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূত পাঠিয়েছিলেন।

এই নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়া ও উন্মাদনা তুঙ্গে। এবার এটাই দেখার প্রাক্তনরা নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয় নাকি ফ্যামে আসে নতুন নেতৃত্ব!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen