বয়সের সঙ্গে চেহারায় কমছে উজ্জ্বলতা? অলিভ অয়েল দিয়ে বানিয়ে ফেলুন এই ৩টি ম্যাজিক ফেসপ্যাক

November 11, 2025 | 2 min read
Published by: Saikat
AI-জেনারেটেড ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১২: বয়স তো থামানো যায় না, কিন্তু বয়সের ছাপ? সেটা একদমই থামানো যায়।
চল্লিশ পেরোলেই আয়নার সামনে দাঁড়াতে ভয় পান? মুখে সূক্ষ্ম বলিরেখা, ত্বকের নিস্তেজ ভাব বা আগের সেই গ্লো হারিয়ে যাচ্ছে মনে হয়? চিন্তা করবেন না! প্রকৃতির হাতেই আছে তারুণ্যের গোপন রহস্য- অলিভ অয়েল বা জলপাই তেল। এই এক ফোঁটা তেলই পারে আপনার ত্বককে ফিরিয়ে দিতে হারানো উজ্জ্বলতা ও টানটান ভাব।

আসুন জেনে নিই, কীভাবে মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান মিশিয়ে তৈরি করবেন ৩টি ম্যাজিক ফেসপ্যাক, যা কোলাজেন ধরে রেখে ত্বককে রাখবে গ্লোয়িং, ইয়ং ও নিখুঁত মসৃণ ।

১.অলিভ অয়েল + মধু + লেবুর রস প্যাক

(ত্বক টানটান ও গ্লোয়িং রাখার জন্য)

উপকরণ:

অলিভ অয়েল – ১ চা চামচ
মধু – ১ চা চামচ
লেবুর রস – কয়েক ফোঁটা

ব্যবহার পদ্ধতি:

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন — সকালে বা রাতে ঘুমানোর আগে।

উপকারিতা:

এই প্যাক ত্বককে টানটান করে তোলে, মুখে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা। লেবুর রস দাগ হালকা করে, আর মধু ত্বকে দেয় গভীর ময়েশ্চার।

২. অলিভ অয়েল + অ্যালোভেরা + ভিটামিন E প্যাক

(অ্যান্টি-এজিং ও বলিরেখা কমানোর জন্য)

উপকরণ:

অলিভ অয়েল – ১ চা চামচ
অ্যালোভেরা জেল – ১ চা চামচ
ভিটামিন E ক্যাপসুল – ১টি

ব্যবহার পদ্ধতি:

সব উপাদান মিশিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করুন।
২০ মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন বা হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন — রাতে ঘুমানোর আগে।

উপকারিতা:

অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, অলিভ অয়েল দেয় ইলাস্টিসিটি, আর ভিটামিন E ত্বকের বয়সের ছাপ কমায়। নিয়মিত ব্যবহার করলে ফাইন লাইন ও বলিরেখা দৃশ্যমানভাবে হ্রাস পায়।

৩. অলিভ অয়েল + বেসন + দই প্যাক

(ডার্ক স্পট ও নিস্তেজতা দূর করতে)

উপকরণ:
বেসন – ১ চামচ
দই – ১ চামচ
অলিভ অয়েল – ১ চা চামচ

ব্যবহার পদ্ধতি:

সব উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান।
১৫–২০ মিনিট পর শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ বার ব্যবহার করুন, সকালে লাগালে ফল ভালো পাবেন।

উপকারিতা:

বেসন ত্বক পরিষ্কার করে, দই উজ্জ্বলতা আনে, আর অলিভ অয়েল পুষ্টি জোগায়।
এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ডার্ক স্পট, পিগমেন্টেশন ও ট্যান অনেকটাই কমে যায়।

কিছু জরুরি টিপস

১. প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
২. খুব তেলতেলে ত্বক হলে শুধুমাত্র রাতে ব্যবহার করুন।
৩. প্যাক ব্যবহারের পরে সবসময় হালকা ময়েশ্চারাইজার লাগান।
৪. নিয়মিত ৩–৪ সপ্তাহ ব্যবহার করলে ফল চোখে পড়বে।

বয়স যতই বাড়ুক, যত্নে আর ভালো অভ্যাসে তার ছাপ কমিয়ে আনা সম্ভব। বাজারের দামি অ্যান্টি-এজিং ক্রিমের চেয়ে প্রাকৃতিক উপাদান অনেক বেশি নিরাপদ ও কার্যকর। তাই আজ থেকেই শুরু করুন অলিভ অয়েল বিউটি কেয়ার রুটিন, আয়নায় নিজের গ্লোয়িং মুখ দেখে নিজেই বলবেন, “বয়স শুধু সংখ্যায়, ত্বকে নয়!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen