জিদানই কি ফরাসি ফুটবলের পরবর্তী যুগের মুখ? দেশঁর পর দায়িত্ব নিতে প্রস্তুত জিজু!
November 18, 2025
|
< 1 min read
Published by: Ritam

কোচ হিসেবে জিদানের সাফল্য কিংবদন্তির মর্যাদা পেয়েছে। দুই দফায় রিয়াল মাদ্রিদকে দুইটি লা লিগা শিরোপা জিতিয়েছেন, পাশাপাশি তিনবার টানা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এখন পর্যন্ত বিশ্বফুটবলের একমাত্র নজির। খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন ফ্রান্সের সোনালি অধ্যায়ের মুখ—১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ, আর ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে তার সেই স্মরণীয় দু’টি গোল আজও ইতিহাস হয়ে আছে।
অন্যদিকে, বর্তমান কোচ দিদিয়ের দেশঁ আগেই জানিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপই তাঁর শেষ টুর্নামেন্ট। ২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর ফরাসি ফুটবলকে তিনি পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়—২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০১৬-র ফাইনাল, ২০১৮ বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে নাটকীয় ফাইনালে অল্পের জন্য হারের যন্ত্রণা।
ফরাসি ফুটবলের নতুন অধ্যায়ে তাই জিদানের আগমন বলতে গেলে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।