আজ থেকে শুরু হচ্ছে ISC দ্বাদশের পরীক্ষা, CISCE-র নয়া ঘোষণা জানেন?

আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইএসসি দ্বাদশের পরীক্ষা।

February 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
আগামীকাল ICSE এবং ISC পরীক্ষার ফলপ্রকাশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইএসসি দ্বাদশের পরীক্ষা। অন্যদিকে মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে আইসিএসই দশমের পরীক্ষা শুরু। তার আগে বড় ঘোষণা করল সিআইএসসিই। ইংলিশ বা মডার্ন ইংলিশ-সহ অন্তত পাঁচটি বিষয়ে পাশ করতেই হবে পরীক্ষার্থীদের। সেই সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ এবং কমিউনিটি সার্ভিসে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। তবেই পাশ সার্টিফিকেট পাবেন পড়ুয়ারা।

২০২৭ সালে আইএসসি পরীক্ষায় এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে সিআইএসসিই তরফে জানানো হয়েছে, আগে ইংরেজি-সহ চারটি বিষয়ে পাশ করলেই পরীক্ষার্থীকে সফল হিসেবে গণ্য করা হত। এবার সেই ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে। প্রসঙ্গত, অন্যান্য বোর্ড বা কাউন্সিলগুলিতে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু রয়েছে। সেগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে চাইছে সিআইএসসিই। আইএসসিতে ২০২৭ সাল থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবোটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথেমেটিক্স, মডার্ন ইংলিশ এবং ভুটিয়া ভাষা নতুন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen