ISL-এ ক্লেটন-নন্দের জোড়া গোল, নর্থ-ইস্টকে ৫-০-এ উড়িয়ে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের

নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। চলতি আইএসএল মরশুমে এই নিয়ে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। 

December 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ISL-এর  গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। চলতি আইএসএল মরশুমে এই নিয়ে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল।  সাত ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হল আট। আইএসএলের পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এল তারা।

এদিন খেলা শুরু হতেই জ্বলে উঠল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে  ১০ মিনিটের ব্যবধানে একজোড়া গোল করল লাল হলুদ শিবির। ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বোরহা হেরেরা। দলের হয়ে এই প্রথম গোল করলেন তিনি। ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর ২৪ মিনিটের মাথায় নর্থ-ইস্টের জালে বল জড়ান ক্লেটন সিলভা। 

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় নন্দ কুমারের গোল দেন। এরপর  ৬৬ মিনিটের মাথায় ফের গোল দেন ক্লেটন সিলভা। এরপর ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে ওঠে লাল-হলুদের যোদ্ধারা। ৮১ মিনিটের মাথায় ফের গোল দেন নন্দ কুমার। ফলে ম্যাচে ৮৩ মিনিটে  ৫-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। অপরদিকে শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেন নি নর্থ-ইস্ট দলের কেউই। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen