ISL24: হাড্ডাহাড্ডি লড়াই করেও ওড়িশার কাছে ২-১ গোলে হারল লালহলুদ ব্রিগেড 

ভাল খেলেও ওড়িশার কাছে ২-১ গোলে হারল লালহলুদ ব্রিগেড। 

February 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
হাড্ডাহাড্ডি লড়াই করেও ওড়িশার কাছে ২-১ গোলে হারল লালহলুদ ব্রিগেড 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি’র মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল। শুরু থেকেই হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। ভাল খেলেও ওড়িশার কাছে ২-১ গোলে হারল লালহলুদ ব্রিগেড। 

ম্যাচের প্রথমার্ধে প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল (East Bengal)। দ্বিতীয়ার্ধে ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ওড়িশার হয়ে গোল করে সমতায় ফেরান মরিসিও। ৪২ মিনিটে ফের ইস্টবেঙ্গলের গোলের মুখ খুলে দিয়েছিলেন রয় কৃষ্ণ। তবে অফ সাইডের জন্য বাতিল হয়ে যায় গোল। খেলার ফল দাঁড়ায় ১-১। ম্যাচের ৫০ মিনিটে ক্লেটন সিলভার কাছে গোল করার সুযোগ থাকলেও তা হাতছাড়া করেন ক্লেটন। ৬১ মিনিটের মাথায়  ইয়াহু কর্ণার করা বলে গোল দেন প্রিন্সটন। ফলে শেষ পর্যন্ত ওড়িশা- ইস্ট বেঙ্গল ম্যাচের ফল হয় ২-১।

প্রসঙ্গত, আইএসএলে ইস্টবেঙ্গল এফসি ও ওডিশা এফসি-র মধ্যে যে ৭বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে মোট ৩৮টি গোল হয়েছে। ইস্টবেঙ্গল ১৬ ও ওডিশা ২২ গোল করেছে। ওডিশা জিতেছে ৫বার, ইস্টবেঙ্গল একবার, আর  ঘরের মাঠে চলতি মরশুমের প্রথম লিগে গোলশূন্য ড্র করে লাল-হলুদ ব্রিগেড।   

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen