AIFF-এর তত্ত্বাবধানেই হবে ISL ২০২৫-২৬, আগামী সপ্তাহেই সূচি ঘোষণা

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৮: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) শনিবার জানিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরসুম আয়োজনের দায়িত্ব তারা নিজেরাই নেবে। আগামী সপ্তাহেই লিগ শুরুর সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করা হবে বলে ফেডারেশন সূত্রে খবর। শনিবার AIFF-এর জরুরি কমিটির বৈঠকে ISL সংক্রান্ত সমন্বয় কমিটির জমা দেওয়া রিপোর্ট পর্যালোচনা ও স্বীকৃতি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নির্বাহী কমিটির বৈঠক ও বার্ষিক সাধারণ সভার পর AIFF-ISL কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে ২ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়, যা নির্ধারিত সময়ের মধ্যেই AIFF সচিবালয়ে পৌঁছে যায়। রিপোর্টটি খতিয়ে দেখে জরুরি কমিটি সুপারিশ করেছে, দেশের শীর্ষস্থানীয় ফুটবল লিগ ISL সরাসরি AIFF-এর তত্ত্বাবধানে আয়োজন করা হোক।

সাধারণত সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার কথা থাকলেও, উপযুক্ত বাণিজ্যিক অংশীদার না পাওয়ায় এখনও পর্যন্ত লিগ শুরু করা যায়নি। এই অনিশ্চয়তার আবহেই শুক্রবার ভারতীয় ফুটবলের একাধিক তারকা ফুটবলার উদ্বেগ প্রকাশ করেন। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানের মতো পরিচিত মুখেরা ‘Save Indian Football’ শীর্ষক একটি ভিডিও বার্তায় FIFA ও FIFPRO-র হস্তক্ষেপের আবেদন জানান। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের প্রশাসন নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না।

এই প্রেক্ষাপটে AIFF-এর সাম্প্রতিক সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen