ISL 2023: ঘরের মাঠে হায়দ্রাবাদের কাছে লজ্জার হার ইস্টবেঙ্গলের

প্রথমার্ধের ৯ মিনিটে জেভিয়ার সিবেইরো ও শেষ মুহূর্তে অ্যারেন ডি-সিলভার গোলে নিভে গেল ইস্টবেঙ্গলের মশাল। ০-২ ফলাফলে হারতে হল ইস্টবেঙ্গলকে।

January 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার সল্টলেক স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে ঘরের মাঠে হারের ধারাবাহিকতা অব্যাহত রাখল লাল-হলুদ শিবির। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল হায়দ্রাবাদ।

প্রথমার্ধের ৯ মিনিটে জেভিয়ার সিবেইরো ও শেষ মুহূর্তে অ্যারেন ডি-সিলভার গোলে নিভে গেল ইস্টবেঙ্গলের মশাল। ০-২ ফলাফলে হারতে হল ইস্টবেঙ্গলকে।

পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচে ইস্টবেঙ্গলের কাছেই বলের দখল বেশি ছিল। কিন্তু হায়দ্রাবাদে যেখানে গোল লক্ষ্য করে মোট ৭টি শট নিয়েছে, সেখানে ইস্টবেঙ্গল টার্গেটে মাত্র ১টি শট নিতে পেরেছে। ইস্টবেঙ্গলের বল পজেশন ছিল ৫৬ শতাংশ আর হায়দ্রাবাদের ৪৪ শতাংশ। ইস্টবেঙ্গল মোট কর্ণারের সুযোগ পায় ৪টি অপরদিকে হায়দ্রাবাদে পেয়েছিল ৭টি।

চলতি মরশুমে ইস্টবেঙ্গল ১৪ টি ম্যাচ খেলে মাত্র ৪টি জিতেছে এবং ১০টি ম্যাচ হেরেছে। পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল ৯ নম্বরেই রয়েছে। অন্যদিকে, হায়দ্রাবাদ পয়েন্ট তালিকায় ২য় স্থানে। ইস্টবেঙ্গলের এইরকম খারাপ পারফরমেন্সে কার্যত হতাশ সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen