ISL24: এগিয়ে থেকেও শেষ মুহূর্তে জামশেদপুরের কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল

প্রথমার্ধের ৪৫ মিনিটের মাথায় লাল হলুদ শিবিরের হয়ে গোল করে নন্দকুমার।

February 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ISL-এ জামশেদপুরে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি।

প্রথমার্ধের ৪৫ মিনিটের মাথায় লাল হলুদ শিবিরের হয়ে গোল করে নন্দকুমার। দ্বিতীয়ার্ধ শুরু হতেই দুই দলই ভালো খেলছিল। ৮১ মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে প্রথম গোল করে Tachikawa। যখন সকলে ধরেই নিয়েছিল আজকের ম্যাচ অমীমাংসিত হতে চলেছে ঠিক তখনই ৯০+৭ মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে ফেলে Manzorro।

পরপর দুই ম্যাচে দুইবার ফ্রিকিক থেকে গোল করে নজির গড়ে ফেললেন Manzorro। এই জয়ের ফলে প্রথম ছয়ে চলে এল খালিদ জামিলের দল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen