ISL: হায়দ্রাবাদকে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল মোহনবাগান
প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর বিরতির পরে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ব্রেন্ডন হামিল।
December 2, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএলে টানা পাঁচ ম্যাচ জিতে রেকর্ড গড়ল মোহনবাগান। শনিবার সন্ধেবেলা ব্রেন্ডন হামিল ও আশিস রাইয়ের গোলে হায়দ্রাবাদকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।
এদিন প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর বিরতির পরে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ব্রেন্ডন হামিল। দলের হয়ে এই প্রথম গোল করলেন তিনি।
এরপর ইনজুরি টাইম চলাকালীন ম্যাচের ৯৬ মিনিটের মাথায় শুভাশিস বসুর ক্রস থেকে শট মারেন বুমোস। সেই বল হায়দ্রাবাদের গোলকিপার গুরমীত বাঁচিয়ে দিলেও ফিরতি বলে গোল করে ২-০ করেন আশিস।