আইএসএল অনিশ্চিত, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ! মুখ খুললেন সৌভিক চক্রবর্তী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২২: নিশ্চিত সূচি নেই, অনিশ্চয়তার ঘন মেঘে ঢেকে রয়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। আইএসএল কবে শুরু হবে, আই লিগের ম্যাচই বা কবে—এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও অধরা। এই অচলাবস্থার মধ্যেই ট্রান্সফার উইন্ডোতে একের পর এক বিদেশি ফুটবলার ও কোচ দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করছেন। পরিস্থিতির গভীরতা বুঝেই আর নীরব থাকতে পারলেন না ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য মাঝমাঠ সৌভিক চক্রবর্তী। তাঁর মতে, এভাবে চলতে থাকলে ভারতীয় ফুটবলের গোটা পরিকাঠামোই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে সৌভিক স্পষ্ট করে দেন, সমস্যাটা শুধু ফুটবলারদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত বহু মানুষই স্থায়ী চুক্তি বা সঞ্চয়ের সুযোগ পান না। মাসের শেষে বেতনের উপরই তাঁদের জীবন চলে। খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, ফিজিও, অ্যানালিস্ট, মিডিয়া টিম, কিট ম্যানেজার, মাঠকর্মী, ড্রাইভার, অপারেশনস টিম, এমনকি বিক্রেতাদের পরিবার—অসংখ্য মানুষ এই ব্যবস্থার উপর নির্ভরশীল। সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাড়িভাড়া, দৈনন্দিন খরচ—সবই ফুটবল থেকে আসা আয়ের সঙ্গে যুক্ত। বেতন বন্ধ হলেই থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা।
এই সংকট কাটাতে একাধিক বৈঠক হয়েছে ক্লাব ও ফেডারেশনের মধ্যে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও হয়েছে, কিন্তু বাস্তব সমাধান এখনও মেলেনি। পুরো বিষয়টি যেন ‘তারিখের পর তারিখ’-এর চক্রে আটকে। চাপের মুখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অবশেষে কিছুটা সক্রিয় হয়েছে। আইএসএল নিয়ে ক্লাবগুলির অবস্থান জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে, ১ জানুয়ারির মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক, ফেডারেশন ও ক্লাব—সব পক্ষই বলছে লিগ হবে, কিন্তু মূল আর্থিক জট কাটেনি।
এই প্রেক্ষাপটেই সৌভিক চক্রবর্তীর মন্তব্য নতুন করে আলোচনায়। প্রশ্ন একটাই—এই অনিশ্চয়তার মধ্যে ক্লাবগুলি শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, আর ভারতীয় ফুটবল আদৌ কি স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগোতে পারবে?