পাকিস্তানে ISI-র তৎপরতায় ইসলামিক স্টেট ও লস্কর-ই-তইবার জোট, নতুন করে সন্ত্রাসের ছক!

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আইএসআইয়ের তৎপরতায় এবার পাকিস্তানে জোট বাঁধছে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) ও লস্কর-ই-তইবা (LeT)। এই জোটের মূল লক্ষ্য বালোচিস্তান (Balochistan) ও আফগানিস্তানে (Afghanistan) অস্থিরতা তৈরি করা এবং নতুন করে সন্ত্রাসের নেটওয়ার্ক গড়ে তোলা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্থানান্তরিত জঙ্গি সংগঠনগুলিকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করছে আইএসআই। বিশেষ করে বালোচ ও টিটিপির (TTP) মতো বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে এই জঙ্গিদের কাজে লাগানো হচ্ছে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে দুই সংগঠনের জোটবদ্ধ হওয়ার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে ISKP কমান্ডার মির শফিক মেঙ্গাল লস্কর কমান্ডার রানা মহম্মদ আশফাককে একটি পিস্তল উপহার দিচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, মির মাস্তুং ও খুজদার অঞ্চলে জঙ্গিদের নিরাপদ আশ্রয় ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, আশফাক সংগঠন সম্প্রসারণ ও অন্যান্য নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের দায়িত্বে রয়েছেন।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আপাতত বালোচিস্তান এই জঙ্গি জোটের প্রধান টার্গেট হলেও, অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে জম্মু ও কাশ্মীরেও জাল বিস্তারের প্রস্তুতি শুরু হয়েছে।