ইজরায়েল-ইরান সংঘাতের জেরে বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা

এদিকে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে বিশ্ব জুড়ে ব্যাহত হল বিমান পরিষেবা। ইতিমধ্যেই দেশের আকাশসীমা (এয়ারস্পেস) বন্ধ করে দিয়েছে ইরান।

June 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৭: ইজরায়েলি মিসাইল হামলার পালটা প্রত্যাঘাত হানল ইরান। সূত্রের খবর, শুক্রবার সকালে ইজরায়েলের হামলার কয়েকঘণ্টার মধ্যেই ১০০টি ড্রোন ছুড়েছে ইরান। তবে তার জেরে ইজরায়েলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তেল আভিভের মতে, আপাতত ইরানের সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হচ্ছে।

এদিকে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে বিশ্ব জুড়ে ব্যাহত হল বিমান পরিষেবা। ইতিমধ্যেই দেশের আকাশসীমা (এয়ারস্পেস) বন্ধ করে দিয়েছে ইরান। সে দেশে বিমান পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে। ইরানে ইজরায়েলি বিমানহানার পরেই আকাশসীমা বন্ধ করেছে পড়শি দেশ ইরাক এবং জর্ডন। এই দুই দেশের আকাশপথ ব্যবহার করে গন্তব্যে যেতে পারছে না কোনও উড়ান। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে ইজরায়েলের রাজধানী তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর।

তিনটি দেশের আকাশসীমা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে বিশ্বের নানা প্রান্তের বিমান পরিষেবা। ইরানের সীমান্তবর্তী পূর্ব ইরাক বিশ্বের অন্যতম ব্যস্ত ‘এয়ার করিডর’। প্রতি মুহূর্তে এই আকাশপথ ধরে পশ্চিমের কোনও দেশে কিংবা ইউরোপে যায় এশিয়ার কোনও দেশের বিমান। আবার ফিরতি পথেও এই করিডর ব্যবহার করে এই বিমানগুলি। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে বিমানগুলিকে। এর ফলে বাড়ছে জ্বালানির খরচও।

এয়ার ইন্ডিয়ার ইউরোপগামী বিমানগুলি পশ্চিম এশিয়ার ওই বহুল প্রচলিত এবং জনপ্রিয় করিডর ধরেই যাতায়াত করত। কিন্তু এই পরিস্থিতিতে বিকল্প পথ ধরে গন্তব্যে যাচ্ছে বিমানগুলি। এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সেই আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলিতে পৌঁছোতে পারছে না বিমানগুলি। এই পরিস্থিতিতে বহু বিমানের যাত্রাপথ বদলানো হচ্ছে। অনেক বিমানকে মাঝপথ থেকেই ফিরিয়ে আনা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১৬টি বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে কিংবা বিমানগুলিকে ফের ফিরিয়ে আনা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen