Israel-Iran Conflict: ইরানের উপর ইজরায়েলি হামলা নিয়ে ভারত সরকার ‘নীরব’, ক্ষোভ উগড়ে দিলেন সোনিয়া
এক সর্বভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে সনিয়া লিখেছেন, “গাজা এবং ইরানে ইজরায়েলের একতরফা আগ্রাসনের পরেও ভারতের (Indian Central Govt) যে নীরবতা তা ভীষণভাবে চিন্তার। এটা শুধু কূটনৈতিক নিষ্ক্রিয়তা নয়, নিজেদের কণ্ঠস্বর হারিয়ে ফেলার সমান।”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৫০: ইরানের উপর ইজরায়েল অবৈধ ভাবে হামলা চালিয়েছে বলে মনে করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এক সর্বভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে সনিয়া লিখেছেন, “গাজা এবং ইরানে ইজরায়েলের একতরফা আগ্রাসনের পরেও ভারতের (Indian Central Govt) যে নীরবতা তা ভীষণভাবে চিন্তার। এটা শুধু কূটনৈতিক নিষ্ক্রিয়তা নয়, নিজেদের কণ্ঠস্বর হারিয়ে ফেলার সমান।”
তাঁর আরও বক্তব্য, বারবার শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেওয়া ভারতের দীর্ঘদিনের ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নীতির পরিপন্থী এই অবস্থান। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার ভারতের ঐতিহ্যগত অবস্থান থেকে সরে এসেছে।
ইরানে ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। সোনিয়া লিখেছেন, ‘ইজরায়েলের হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এ ভাবে চললে ওই অঞ্চলে শুধু অস্থিরতা বাড়বে তাই নয়, ভবিষ্যতে সংঘাতের বীজ বপন করা হবে।’
ইজরায়ের এবং ইরান, দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং গোয়েন্দা-তথ্য আদানপ্রদান করে ভারত। আবার ইরানের সঙ্গেও নয়াদিল্লির স্ট্র্যাটেজিক সম্পর্ক গভীর। বিশেষ করে চাবাহার বন্দর ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছিল। সেই সময়েই এই হামলা।
আমেরিকাকে নিশানায় নিয়েছেন সোনিয়া। শুধু ভারত বা ইজরায়েল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ, “যে ট্রাম্প একসময় আমেরিকার ‘অন্তহীন যুদ্ধ’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ তিনিই ইরানকে ঘিরে ভুল তথ্য ছড়াচ্ছেন।
মার্কিন গোয়েন্দা প্রধানের সতর্কতা অগ্রাহ্য করে বলছেন, ইরান নাকি পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে গেছে।” এই বক্তব্যকে ‘গভীরভাবে হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন সোনিয়া।