আজ মহাকাশে ‘বাহুবলী’ রকেট উৎক্ষেপণ করবে ISRO

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৪০: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) আজ বিকেল ৫টা ২৬ মিনিটে তাদের শক্তিশালী ‘বাহুবলী’ রকেট, এলভিএম-৩ এম৫ (LVM3 M5) উৎক্ষেপণ করবে। এই রকেটটি বহন করবে দেশের তৈরি সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস-০৩-কে, যা জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে স্থাপন করা হবে।
ইসরোর তরফে জানানো হয়েছে, প্রায় ৪ হাজার ৪১০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি হবে ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট। ‘বাহুবলী’ নামে পরিচিত এলভিএম-৩ রকেটটি তার বিশাল ভারবহন ক্ষমতার জন্য বিখ্যাত, যা সহজেই একাধিক টন ওজনের উপগ্রহ মহাকাশে বহন করতে সক্ষম।
৪৩.৫ মিটার উঁচু এই রকেটটি ইতিমধ্যেই শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ প্যাডে পৌঁছে গিয়েছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে। ইসরোর এই এলভিএম-৩ রকেট মূলত ভারী উপগ্রহগুলিকে জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে কম খরচে পাঠানোর জন্য লঞ্চ করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই মিশন সফল হলে ভারতের মহাকাশ প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং দেশীয় যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে।