ফের ইতিহাস গড়ল ISRO, সফলভাবে মহাকাশে পাড়ি দিল ‘বাহুবলী’ রকেট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৪: ভারতের মহাকাশ গবেষণায় আরও এক ঐতিহাসিক অধ্যায় যোগ করল ISRO। রবিবার বিকেল ৫:২৬ মিনিটে চেন্নাইয়ের শ্রীহরিকোটার দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল CMS-03 উপগ্রহ। ভারী পেলোড ক্ষমতার জন্য এই উপগ্রহকে ‘বাহুবলী’ নামে অভিহিত করা হয়েছে।
CMS-03, যা GSAT-7R নামেও পরিচিত, ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহগুলির মধ্যে অন্যতম। এCMS-03 উপগ্রহটি উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে ISRO-র শক্তিশালী রকেট LVM3-M5। ভারী পেলোড বহনের ক্ষমতার কারণে এই রকেটকে ‘বাহুবলী’ নামে ডাকা হয়। ৪,৪১০ কেজি ওজনের CMS-03 এখন পর্যন্ত ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) পাঠানো সবচেয়ে ভারী উপগ্রহ হিসেবে চিহ্নিত হয়েছে। এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ অভিযানে স্বনির্ভরতা এবং প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।
https://x.com/airnewsalerts/status/1984954678480888187
LVM3, যা GSLV Mk3 নামেও পরিচিত, ISRO-র নিজস্ব ভারী উৎক্ষেপণ যান। এটি তিনটি স্তরে বিভক্ত- দুটি সলিড স্ট্র্যাপ-অন মোটর (S200), একটি লিকুইড প্রোপেল্যান্ট কোর স্টেজ (L110), এবং একটি ক্রায়োজেনিক স্টেজ (C25)। এই রকেট ৪,০০০ কেজি পর্যন্ত ভারী উপগ্রহ GTO-তে স্থাপন করতে সক্ষম।
CMS-03 উপগ্রহটি ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি। এটি মহাকাশ-ভিত্তিক যোগাযোগ এবং সামুদ্রিক ক্ষেত্র সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ISRO জানিয়েছে, এটি নৌসেনার সবচেয়ে উন্নত যোগাযোগ উপগ্রহ, যা সমুদ্রপথে নজরদারি এবং কৌশলগত যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
https://x.com/isro/status/1984975935364616534
CMS-03 উৎক্ষেপণের মাধ্যমে ISRO ভারতের প্রত্যন্ত ও সামুদ্রিক অঞ্চলে উন্নত যোগাযোগ পরিষেবা পৌঁছে দিতে চায়। এই উপগ্রহ দেশের ডিজিটাল নেটওয়ার্ক, প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বেসামরিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, ভারী উপগ্রহ উৎক্ষেপণে ভারতের স্বনির্ভরতা নীতিকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।