‘সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পাচ্ছেন মার্টিন স্করসেসি, ইস্টভান জাবো

২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় ভারতের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) এই পুরস্কার প্রদান করা হবে।

October 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার তুলে দেওয়া হবে দুই বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালকের হাতে। মার্টিন স্করসেসি এবং ইস্টভান জাবো। ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় ভারতের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) এই পুরস্কার প্রদান করা হবে।

‘ফাদার’ (১৯৬৬), ‘মেফিস্টো’ (১৯৮১)-র মতো বিশ্বখ্যাত ছবি বানিয়েছেন হাঙ্গেরিয়ান পরিচালক জাবো। ‘কর্নেল রেডল’ এবং ‘বিয়িং জুলিয়া’র মত অসামনে সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

অন্য দিকে, হলিউড ছবির নতুন যুগের প্রবর্তক স্করসেসি। ‘দি আইরিশম্যান’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো ছবি বানিয়ে প্রশংসিত হয়েছেন। সেই সঙ্গে স্করসেসি তুলেছেন ‘নো ডি্রেকশন হোম: বব ডিলান’ বা ‘দ্য লাস্ট ওয়ালৎজ’-এর মতো সাড়া জাগানো তথ্যচিত্রও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen