সাধারণ মানুষের তথ্য সুরক্ষিত নয় ইপিএফওর কাছে, বলছে সংস্থারই আইটি কমিটি

সারা দেশে পেনশন পান, এমন মানুষের সংখ্যা কয়েক কোটি।

May 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সারা দেশে পেনশন পান, এমন মানুষের সংখ্যা কয়েক কোটি। পিএফ সংস্থায় নাম তোলার সময় তাদের দিতে হয় নানা ব্যক্তিগত তথ্য। কেওয়াইসির নাম করেও সাধারণ মানুষের প্রচুর তথ্য নিজেদের কাছে জমা রাখছে পিএফ সংস্থা। আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অত্যন্ত গোপনীয় তথ্য জমা থাকছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর কাছে। এবার এই সংস্থারই তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটি শোনালো আশঙ্কার কথা।

এই কমিটির অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, প্ৰভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর ওপর যদি কোনও সাইবার হানা হয়, তাহলে সাধারণ মানুষের গোপন তথ্য সুরক্ষিত রাখার কোনও পরিকাঠামোই নেই দপ্তরের। আর সেই কারণেই সাইবার হানা ঠেকানোর জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এই কমিটি। কিন্তু তা সত্ত্বেও সাইবার হানা হলে আদৌ জনসাধারণের তথ্য সুরক্ষিত রাখা যাবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

রিপোর্ট প্রসঙ্গে বোর্ড সদস্য কে ই রঘুনাথন বলেন, ‘আগামী দিনে বহু মানুষ অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে কাজ করতে আসবেন। তাঁরা পিএফের সুবিধা পাবেন। সেই দিকটি মাথায় রাখা উচিত। অর্থাৎ, তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া দরকার।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen