ডবল ইঞ্জিন রাজস্থানে গণধর্ষণের শিকার তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজার
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: ফের বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষণ! রাজস্থানে ফের ধর্ষণের ঘটনা ঘটল। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা ওই সংস্থার উচ্চপদস্থ কর্মচারী।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। জানা গিয়েছে, জন্মদিনের পার্টির পর একটি বেসরকারি আইটি কোম্পানির ম্যানেজারকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়ার অজুহাতে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ম্যানেজারের অভিযোগ, ২০ ডিসেম্বর জন্মদিনের পার্টির পরে তাঁর কোম্পানির সিইও, একজিকিউটিভ হেড এবং তাঁর স্বামী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের গাড়িতে তোলেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক মহিলাও।
নির্যাতিতা জানিয়েছেন, রাস্তা থেকে সিগারেট জাতীয় কিছু কেনা হয়। সেটা তাঁকে দেওয়ার পরই তিনি অজ্ঞান হয়ে যান। অভিযোগ, এরপরই চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করা হয় বলে। তাঁর অভিযোগ, সংজ্ঞা কিছুটা ফিরে এলে তিনি বুঝতে পারেন সংস্থার সিইও শ্লীলতাহানির চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ তাঁকে বাড়িতে নামিয়ে দেওয়া হয়।
পর দিন সকালে, নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানান, অভিযোগের ভিত্তিতে, তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন, কোম্পানির সিইও জয়েশ, সহ-অভিযুক্ত গৌরব এবং তাঁর স্ত্রী শিল্পা। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট থেকে আঘাতের চিহ্ন নিশ্চিত করা হয়েছে। আঘাতের চিহ্নে প্রাথমিকভাবে গণধর্ষণের প্রমাণ মিলেছে বলে খবর। গাড়িতে থাকা ড্যাশক্যামের অডিও এবং ভিডিও রেকর্ডিংও পরীক্ষা করছে পুলিশ। তদন্ত করছেন অতিরিক্ত পুলিশ সুপার মাধুরী বর্মা।