ছাপিয়ে গেল দ্বিতীয়ার কলকাতাকেও! উত্তরে কোথায়, কত বৃষ্টি হল একরাতে?

October 5, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.৪৫: এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের বহু জায়গা। ধস নেমে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। আলিপুর হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, শুধু দার্জিলিঙেই গত ২৪ ঘণ্টায় মোট ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পুজোর মুখে এক রাতের টানা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল কলকাতায়। উত্তরবঙ্গে শনিবারের বৃষ্টির সে পরিমাণকেও ছাপিয়ে গিয়েছে!

শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দার্জিলিঙে ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে ১৯০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৭২ মিলিমিটার। বাগডোগরা-শিলিগুড়িতে ১৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। NDRF-র তথ্য বলছে, শুধু কার্শিয়াঙে গত ২৪ ঘণ্টায় ৩৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মহালয়ার পর দ্বিতীয়ায় গত ২৩ সেপ্টেম্বর এক রাতের বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়েছিল কলকাতা। ২৪ ঘণ্টায় শহরের নানা প্রান্ত মিলিয়ে গড়ে বৃষ্টি হয়েছিল ২৫১ মিলিমিটার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের। এত বৃষ্টি গত ৩৯ বছরেও হয়নি কলকাতায় কলকাতায়। শনিবার রাতের দার্জিলিঙের বৃষ্টিকে কলকাতার বৃষ্টির সঙ্গে তুলনা করা হচ্ছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পাহাড়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen