“সোনার উত্তরপ্রদেশ হয়েছে”? অমিত শাহকে পাল্টা তৃণমূলের

September 26, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৮: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে আবারও “সোনার বাংলা” গড়ার ডাক দিয়েছেন। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে গিয়ে তিনি এই ঘোষণা করেন।

সঙ্গে-সঙ্গেই শাহকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তৃণমূল পাল্টা দিয়েছে, “সোনার উত্তরপ্রদেশ, বিহার বা ত্রিপুরা হয়েছে”? তৃণমূল একটি সামাজিক মাধ্যম পোস্টের মাধ্যমে বলেছে, নির্বাচনের গন্ধ পেয়ে ‘হেলিকপ্টার মন্ত্রী’ আবার বাংলায় ফিরেছেন এবং বিদ্যাসাগর মহাশয়ের নাম নিয়ে মহা ধুমধাম করে বক্তৃতা দিচ্ছেন।

তৃণমূল কংগ্রেসের পোস্টে বলা হয়েছে, আজ থেকে ঠিক ছয় বছর আগে বিজেপির সভা থেকেই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি ভাঙচুর করা হয়েছিল। বিজেপির কর্মীরা আজও বাংলার গরিমাকে পদদলিত করার চেষ্টায় লিপ্ত। তবে বাংলার মানুষ এই ‘নাটকীয়তা’ দ্বারা প্রতারিত হবেন না। অমিত শাহ ও তাঁর দলকে এর যথোচিত জবাব দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen