সংবাদ মাধ্যমের অফিসে আইটি হানা, কণ্ঠরোধের চেষ্টা মোদী-শাহের?
নিউজ পোর্টালের প্রধানকে বলা হয় তাঁরা তাদের উকিলের সঙ্গেও যোগাযোগ করতে পারবে না।

গতকাল ১২:১৫ নাগাদ ইনকাম ট্যাক্স দপ্তরের একটি দল নিউজ পোর্টাল নিউজলন্ড্রীর দপ্তরে হানা দেয়, জানায় সেকশন ১৩৩এ-র বলে তারা সার্ভে করতে এসেছেন। রাট ১২ তার পর তারা সেই দপ্তর ছাড়েন। নিউজ পোর্টালের প্রধানকে বলা হয় তাঁরা তাদের উকিলের সঙ্গেও যোগাযোগ করতে পারবে না।
নিউজলন্ড্রীর প্রধান অভিনন্দন শেখরি আজ এক বার্তা দিয়ে জানান যে ইনকাম ট্যাক্স দপ্তরের দলটি তাদের দপ্তরের সমস্ত কম্পিউটার তল্লাশি করে এবং তাঁর নিজস্ব মোবাইল ফোন এবং ল্যাপটপ থেকে সমস্ত তথ্য ডাউলোড করে নিয়ে যায়, যা মৌলিক অধিকারকে খর্ব করার সামিল।
জানা গেছে গতকাল আরেকটি নিউজ পোর্টাল, নিউজক্লিকের দপ্তরেও হানা দেয় ইনকাম ট্যাক্স দপ্তরের আরও একটি দল।
এই দুটি নিউজ পোর্টালই বিজেপির নানান কুকাজের কথা ফাঁস করে দিচ্ছিল। বিরোধীদের বক্তব্য, যারা সরকার বিরোধী বক্তব্য রাখছে, তাদের ভয় দেখিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি।
সংবাদ মাধ্যমের অফিসে আইটি হানার প্রতিবাদ করে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান