Italy T20 World Cup: ইতিহাস গড়ল ইতালি! প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: ফুটবলে যাদের বিশ্বজোড়া সুনাম, এবার সেই ইতালি (Italy) নাম লেখাল ক্রিকেটেও। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) খেলবে চার বারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ ভাবে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে চার বারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) জয়ী দেশের ক্রিকেটারদের।
তবে ইতালির কাছে এই সাফল্যের পথটা একদমই সহজ ছিল না। টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইতালি ও নেদারল্যান্ডস। আবার অন্য দিকে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্সি ও স্কটল্যান্ড। সেই সময় পয়েন্ট তালিকার অবস্থাটা ঠিক ছিল এরকম- ইতালির পয়েন্ট ৫ , নেদারল্যান্ডসের ৪, আর জার্সির ৩। ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য নেদারল্যান্ডসকে এই ম্যাচে যাই হোক করে জিততেই হত। কিন্তু জার্সির কাছে কাজটা ছিল অত্যন্ত কঠিন। শুধু নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জিতলেই হত না। তাকিয়ে থাকতে হত গ্রুপের অন্য দুই দল নেদারল্যান্ডস ও ইতালি ম্যাচের দিকেও। জার্সির বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য অঙ্কটা ঠিক ছিল এরকম, যদি নেদারল্যান্ডস ১৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে যায়, তাহলে তারাই টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। নয়তো প্রথম বারের মতো ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাবে ইতালি।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ইতালি ২০ ওভারে রান তোলে ১৩৪। কিন্তু অপরদিকে ১৫ ওভারে নেদারল্যান্ডসের ( Netherlands) রান ছিল ১২৫। শেষ পর্যন্ত সেই ম্যাচে ৯ উইকেটে জয় পেয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পায় তাঁরা। তাদের নেট রানরেট ছিল +১.২৮১। অন্যদিকে ইতালির রান রেট ছিল +০.৬১২। সমসংখ্যক পয়েন্ট নিয়ে জার্সির নেট রানরেট +০.৩০৬। এর ফলে জার্সির এবারের জন্য আর যোগ্যতা অর্জন করা হল না।
এই সাফল্য ইতালির ক্রিকেট ইতিহাসে এক নব জোয়ার এনে দিল। ফুটবলের মতোই এবার ক্রিকেটে আন্তর্জাতিক মহলে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ পেল তারা। আগামী বিশ্বকাপে তাদের পারফরম্যান্স কেমন হবে, তা সময় বলবে। তবে এই ঘটনা ক্রিকেট দুনিয়ায় বড় চমক তৈরি করেছে।