‘চক্রব্যূহ থেকে বের হওয়া কঠিন’- উপরাষ্ট্রপতি পদ ছাড়ার কারণ কি ইঙ্গিতে বললেন ধনখড়? প্রশ্ন রাজনৈতিক মহলে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.১০: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার চার মাস পরে ফের প্রকাশ্যে এলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার ভোপালে (Bhopal) এক বইপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি।
তিনি বললেন, “ভগবান করুন কেউ যেন ভ্রান্ত ধারণার চক্রব্যূহে না পড়ে যান। এই ন্যারেটিভের চক্রব্যূহ অত্যন্ত ভয়ঙ্কর।” যদিও সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট করে দেন, এই মন্তব্যের উদাহরণ হিসেবে তিনি নিজেকে টানছেন না। তবু তাঁর এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা।
চলতি বছরের ২১ জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতির (Vice President) পদ থেকে ইস্তফা দেন ধনখড়। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের অগস্ট মাসে। নির্ধারিত সময়ের তিন বছর আগে এমন সিদ্ধান্তে স্বভাবতই প্রশ্ন উঠেছিল নানা মহলে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) পাঠানো চিঠিতে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ এবং নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই পদত্যাগ করেছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল ভিন্ন দিকে।
সাংবিধানিক পদে থেকেও ধনখড় যে ভাবে ধারাবাহিক ভাবে দেশের শীর্ষ আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছিলেন, তা নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহ (Amit Shah), দু’জনেরই অসন্তুষ্টির কারণ হয়েছিল বলে কানাঘুষো উঠেছিল তখন। তবে সেই সব জল্পনা সম্পর্কে কখনও মুখ খোলেননি ধনখড়।
ইস্তফার পর দীর্ঘ চার মাস অন্তরালে থাকার পরে তাঁর এ দিনের ‘চক্রব্যূহ’ মন্তব্যকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।