বিমান নয় যেন আকাশের ভাসমান রাজপ্রাসাদ! মেসির প্রাইভেট জেটের দাম জানলে চমকে উঠবেন আপনিও

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: শনিবার ভোর রাতে কলকাতার আকাশে নামতেই নজর কাড়ে শুধু লিওনেল মেসির উপস্থিতি নয়, তাঁকে কলকাতায় নিয়ে আসা ব্যক্তিগত বিমানও । সাধারণ বিমানের গণ্ডি পেরিয়ে যেন এক ভাসমান রাজপ্রাসাদ—মেসির প্রাইভেট জেট ঘিরে তখন উৎসুক জনতার কৌতূহল তুঙ্গে। শীতের রাত উপেক্ষা করে হাজার হাজার মানুষ অপেক্ষা করেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে এক ঝলক দেখার জন্য। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে আসে তাঁর বিলাসবহুল ‘বাহন’।

মেসির এই প্রাইভেট জেটের নাম ‘গালফস্ট্রিম ভি’ (GV)। বিমান বিশেষজ্ঞদের মতে, এটি আধুনিক প্রাইভেট জেট প্রযুক্তির অন্যতম বিস্ময়। আন্তর্জাতিক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই জেটের উড়ানক্ষমতা প্রায় ৬,৫০০ নটিক্যাল মাইল। অর্থাৎ নিউইয়র্ক থেকে টোকিও কিংবা লন্ডন থেকে সিঙ্গাপুর—একটানা উড়ে যাওয়ার ক্ষমতা রাখে এই বিমান। প্রায় ৫১,০০০ ফুট উচ্চতায় নির্বিঘ্নে উড়তে পারে জিভি। প্রতিকূল আবহাওয়া কিংবা আকাশপথের ট্র্যাফিক—কোনোটিই বিশেষ বাধা হয়ে দাঁড়ায় না তাঁর জন্য। ঘণ্টায় ৫৫০ মাইলের বেশি গতিতে ছুটতে সক্ষম এই জেট।

জেটটির কেবিনের দৈর্ঘ্য প্রায় ৯৬.৪২ ফুট, যা একে অন্যান্য বিমানের তুলনায় আরও প্রশস্ত করে তুলেছে। সর্বোচ্চ ১৮ জন যাত্রী এখানে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। ভেতরের সাজসজ্জা অত্যন্ত আরামদায়ক। ভিতরে চেয়ার , গদি, বিশ্রামের জায়গা, টিভি সহ আধুনিক সব সুবিধাই রয়েছে। এমনকি বিমানের সিঁড়িতে খোদাই করা রয়েছে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের নাম।

বাজারদর অনুযায়ী এই অত্যাধুনিক জেটের মূল্য ৯০ লক্ষ থেকে ১ কোটি ৪০ লক্ষ ডলারের মধ্যে। নতুন মডেলের ক্ষেত্রে দাম পৌঁছতে পারে প্রায় ৪ কোটি ডলারে, যা ভারতীয় মুদ্রায় কয়েকশো কোটি টাকার সমান। পাশাপাশি জেট পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বাবদ বছরে খরচ হয় প্রায় ২০ থেকে ৪০ লক্ষ ডলার।

উল্লেখ্য, বিলাসবহুল বিমানের মালিক হিসেবে মেসি একা নন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রয়েছে গালফস্ট্রিম জি৬৫০, যার মূল্য প্রায় ৬২৫ কোটি টাকা। এমনকি ব্রাজিলীয় তারকারাও প্রাইভেট জেটের মালিক। ফুটবল তারকাদের এই আকাশবিলাস তাই আজ বিশ্বজুড়েই আলোচনার বিষয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen