Jadavpur University: দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় যাদবপুর, প্রকাশিত NIRF র‍্যাঙ্ক,উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্য বিশ্ববিদ্যালয় বিভাগে ভারতে প্রথম স্থান দখল করার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় সামগ্রিক বিশ্ববিদ্যালয় বিভাগে নবম স্থান অর্জন করেছে

September 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৭: বাংলার মুকুটে নতুন পালক। উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য চলতি বছর রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় দেশজুড়ে প্রথম স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’-এর (NIRF) তালিকা প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রকের এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।

রাজ্য বিশ্ববিদ্যালয় বিভাগে সারা ভারতের মধ্যে প্রথম স্থান দখল করার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় সামগ্রিক বিশ্ববিদ্যালয় বিভাগের তালিকাতেও নবম স্থান অর্জন করেছে। এই সাফল্যে বিশেষভাবে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি তাঁর এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গবেষক এবং কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি লিখেছেন, “শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃতি পেল জেনে আনন্দিত!”

শুধু যাদবপুরই নয়, একাধিক বিভাগে রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও তাদের দাপট দেখিয়েছে। দেশের সেরা কলেজের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে রাজ্যের দুই কলেজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া ষষ্ঠ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ অষ্টম স্থান অধিকার করেছে। ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (Indian Institute of Management – IIM) কলকাতা সারা দেশে সপ্তম স্থান অর্জন করেছে। আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে IIT খড়্গপুর তৃতীয় এবং IIEST, শিবপুর চতুর্থ স্থান পেয়েছে। আইন শিক্ষার ক্ষেত্রে, কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সাইন্সেস (NUJS) সারা দেশে চতুর্থ স্থান অধিকার করেছে।

জাতীয় স্তরের এই র‍্যাঙ্কিং বাংলার শিক্ষাব্যবস্থার গুণমান এবং উচ্চমানের গবেষণার প্রমাণ দিল। একাধিক বিভাগে রাজ্যের প্রতিষ্ঠানগুলির এই সাফল্য রাজ্যবাসীকে গর্বিত করেছে। শিক্ষাক্ষেত্রে বাংলার এই অসামান্য অর্জন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সকলের বিশ্বাস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen