QS World Ranking-এ ফের স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

সারা বিশ্বের ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় আছে।

October 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার QS World Ranking-এর তালিকায় এল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ‘সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট’-এর তালিকায় এই স্বীকৃতি পেল যাদবপুর। সারা বিশ্বের ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় আছে। এই তালিকায় যাদবপুরকে ধরে ভারতের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এসেছে। অবশ্য রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি এই ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। রাজ্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং সমস্ত দেশের মধ্যে অষ্টম স্থান অধিকার যাদবপুর।

সারা দেশ থেকে যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এই র‍্যাঙ্কিং-এ জায়গা পেয়েছে, তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। এই তালিকায় আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ও।

প্রসঙ্গত, গত জুলাই মাসে কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থান দখল করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সেই তালিকায় অষ্টম স্থানে ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen