‘আন্তর্জাতিক সংস্থার র‍্যাঙ্কিং’-এ কলকাতা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিল যাদবপুর

র‍্যাঙ্কিং তালিকায় এগিয়েছে আইআইটি খড়্গপুরও। এ ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স-ও এই তালিকা রয়েছে।

June 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৮: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে আরও পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-এ সেরার তালিকায় জায়গা করে নিল রাজ্যের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার প্রকাশ করা হয় এই তালিকা। সেখানে দেখা গিয়েছে গত বছরের তুলনায় প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেশ খানিকটা এগিয়েছে যাদবপুর। র‍্যাঙ্কিং তালিকায় এগিয়েছে আইআইটি খড়্গপুরও। এ ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স-ও এই তালিকা রয়েছে।

সার্বিকভাবে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ছিনিয়ে নিয়েছে আইআইটি দিল্লি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানও গিয়েছে আইআইটির ঝুলিতে। দ্বিতীয় স্থানে আছে আইআইটি বম্বে। আর তৃতীয় স্থান দখল করেছে আইআইটি মাদ্রাজ। পঞ্চম স্থানে আছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ অনুযায়ী, ভারতের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই হল আইআইটি। তাছাড়া দিল্লি এবং আন্না বিশ্ববিদ্যালয়ও আছে। আর দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ১৮ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় আছে ২৪ নম্বরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen