দেশের মধ্যেই ১৪৫০০০০০ টাকার প্যাকেজের চাকরি পেলেন যাদবপুরের ছাত্র
ডন বসকো পার্ক সার্কাসের প্রাক্তনী উপায়ন সল্টলেকের AH ব্লকের বাসিন্দা। তিনি গত ৯ জুন বেঙ্গালুরুতে এই চাকরিতে জয়েন করেছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৩: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল সেমেস্টারের উপায়ন দে বেঙ্গালুরুর একটি সফ্টওয়ার কোম্পানি রুবরিক-এ চাকরি পেয়েছেন যেখানে তাঁর বেতনের বার্ষিক প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা। হিসেবমত, প্রতি মাসে প্রায় ১২ লক্ষ টাকা বেতন পাবেন উপায়ন। সাম্প্রতিক কালে যাদবপুরের পড়ুয়ারা দেশের মধ্যে এত বড় বেতনের চাকরি কেউ পাননি বলেই মনে করা হচ্ছে। অবশ্যই বিদেশের কোনও কোম্পানিতে এরকম বেতন হয়তো অনেকেই পেয়েছেন, তবে তাদের দেশ ছেড়ে বিদেশ চাকরি করতে যেতে হয়েছে।
ডন বসকো পার্ক সার্কাসের প্রাক্তনী উপায়ন সল্টলেকের AH ব্লকের বাসিন্দা। তিনি গত ৯ জুন বেঙ্গালুরুতে এই চাকরিতে জয়েন করেছেন।
যাদবপুরের কম্পিউটার সায়েন্সে স্নাতক উপায়ন বরাবরি মেধাবী। ২০১৯ সালে তিনি ICSE পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন। তাঁর বাবা মণীশ দে জিওলোজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) কেমিস্ট্রি বিভাগের ডিরেক্টর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোডিং–ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন উপায়ন। কিছু মাস আগে, একটি বিশ্বব্যাপী প্রোগ্রামিং–এর প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নিয়ে এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টের ফাইনালেও গিয়েছিলেন তিনি ও আরও কয়েকজন। জানা যাচ্ছে, সেখানেই উপায়নের সঙ্গে ওই নিয়োগকারী কোম্পানি রুবরিক যোগাযোগ করে ইন্টার্নশিপ করার প্রস্তাব দেয়। এরপর, সেখানে পাঁচ মাস ইন্টার্নশিপ করার পর সেই সংস্থায় তাঁকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা বেতনের প্যাকেজওলা চাকরির প্রস্তাব দেয়।