কপিল–বোথাম–ভেট্টরির পাশে এবার জাদেজা, ইডেনে নতুন রেকর্ড ভারতীয় অলরাউন্ডারের
November 15, 2025
|
< 1 min read
Published by: Ritam

তালিকায় শীর্ষে আছেন ভারতের কিংবদন্তি কপিল দেব, যাঁর সংগ্রহ ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের আইকন ইয়ান বোথাম, আর তার পরেই নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। এই তিন তারকার পর এবার নাম উঠল ভারতীয় তারকা জাদেজার—৪০০০ রান ও ৩৩৮ উইকেট নিয়ে।
২০১২ সালে টেস্ট অভিষেকের পর থেকেই ধীরে ধীরে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন জাদেজা। বিশেষ করে দেশে, স্পিন-বান্ধব উইকেটে তাঁর সঙ্গে রবিশঙ্কর অশ্বিনের জুটি প্রতিপক্ষের কাছে আতঙ্ক। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাট হাতেও তিনি নিজের মান অনেক বাড়িয়েছেন।
ক্যারিয়ার শেষ হওয়ার আগে জাদেজা এই তালিকার আরও ওপরে উঠে যাবেন বলেই প্রত্যাশা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টেও তাঁর অলরাউন্ড দক্ষতা ভারতের ম্যাচ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে।