জগদ্ধাত্রী পুজো ঘিরে শুরু হবে সাজো সাজো রব চন্দননগরে, কবে পড়ছে দশমীর তারিখ ও তিথি?

ইতিমধ্যেই গড়ে উঠতে শুরু করেছে মণ্ডপ ও আলোকসজ্জার কাঠামো। মাতৃমূর্তিও রূপ পাচ্ছে তাঁর নিজস্ব ছন্দে।

November 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালীপুজো মিটলেই জগদ্ধাত্রী পুজো ঘিরে শুরু হবে সাজো সাজো রব। পুজোর ঢাকে কাঠি পড়েছে আগেই। ইতিমধ্যেই গড়ে উঠতে শুরু করেছে মণ্ডপ ও আলোকসজ্জার কাঠামো। মাতৃমূর্তিও রূপ পাচ্ছে তাঁর নিজস্ব ছন্দে।

জগৎবিখ্যাত আলোকসজ্জার পাশাপাশি এবার চন্দননগরে পুজোকে কেন্দ্র করে নানা উৎসব ও প্রতিযোগিতার পর্বও শুরু হয়ে গেল। শুক্রবার চন্দননগরে বাগবাজার সর্বজনীনের উদ্যোগে আয়োজিত হয়েছিল পথে আলপনা দেওয়ার প্রতিযোগিতা।

১৯০ বছরে পা দিয়েছে বাগবাজার সর্বজনীন। ঐতিহ্যের পাশাপাশি তাই আছে আড়ম্বরও। এদিন ৪০২ জন প্রতিযোগীর উপস্থিতিতে সেই আড়ম্বর দেখা গিয়েছে বাগবাজারের মূল সড়কে। দেখুন ছবি –

কার্তিক মাসের শুক্লপক্ষে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী পুজো এবার আরম্ভ হচ্ছে ৭ নভেম্বর থেকে। দেখে নেওয়া যাক, জগদ্ধাত্রী পুজোর ২০২৪ সালের ষষ্ঠী থেকে দশমীর তারিখ ও তিথি।

এবছর জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী তিথি পড়ছে ৭ নভেম্বর বৃহস্পতিবার, ৮ নভেম্বর সপ্তমী তিথি পড়ছে শুক্রবার, ৯ নভেম্বর অষ্টমী তিথি পড়ছে শনিবার। ১০ নভেম্বর রবিবার নবমী তিথিতেই সাড়ম্বরে করা হয় জগদ্ধাত্রী পুজো। দশমী তিথি পড়ছে ১১ নভেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen