জগন্নাথধাম দীঘায় উপচে পড়ছে ভিড়, টোটো চালক থেকে হোটেল মালিক চওড়া হাসি সকলের মুখে
সমুদ্রের সঙ্গে সঙ্গে দীঘায় এবার বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমুদ্রের সঙ্গে সঙ্গে দীঘায় এবার বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির। আজ, বৃহস্পতিবার মে দিবসের ছুটিতে অনেকেই দীঘা যাচ্ছেন। বুধবার বিকেলের পর থেকে ভিড় আছড়ে পড়েছে দীঘায়। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দু’দিন প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল। বুধবার বিকেলে মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর আর পর্যটকদের আর আটকে রাখা যায়নি। বিপুল সংখ্যক মানুষ ভিড় জমালেন মন্দির চত্বরে। টোটো চালক থেকে শুরু করে হোটেল মালিক, সকলেই খুশি।
পর্যটকেরা প্ল্যান বদলে দীঘার নতুন তীর্থক্ষেত্রে চলে আসছেন। জগন্নাথ দর্শনের পর কেউ চলে যাচ্ছেন মন্দারমণি, কেউ তাজপুর। আবার কেউ ট্যুর শেষ করে মন্দির দেখতে আসছেন। পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় খুশি হোটেল মালিকরাও। এলাকার সব হোটেলেই একই পরিস্থিতি, তিল ধারণের জায়গা নেই।
বুধবার বিকেলে মন্দিরকে কেন্দ্র করে ভিড় এত বাড়ে যে, পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়। মন্দির লাগোয়া এলাকায় গাড়ি অবধি আসতে পারেনি। হাসিমুখেই ভিড় ঠেলে এলেন সাধারণ পর্যটক ও ভক্তরা। কাতারে কাতারে মানুষ মন্দিরে আসছেন। মন্দির দর্শনের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে জগন্নাথদেবের মাসির বাড়িতেও। স্টেট জেনারেল হাসপাতালের কাছে পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই বাড়ি ঘিরেও মানুষের আগ্রহ রয়েছে।পর্যটকদের উৎসাহ দেখে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা খুশি।