করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির

প্রসঙ্গত, গোটা দেশের পাশাপাশি ওড়িশাতেও প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।

January 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার বাড়বাড়ন্তে এবার বন্ধ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির।

১০ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হল মন্দির কর্তৃপক্ষের তরফে। আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত পুরীর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ‘ছত্তিশা নিয়োগ’ কমিটি জগন্নাথ মন্দির সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। শুক্রবার সেই কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সাংবাদিক বৈঠক করে পুরীর জেলাশাসক সমর্থ ভার্মা জানান, ‘সম্প্রতি প্রচুর সেবক ও মন্দিরের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ভক্ত এবং সেবকদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গোটা দেশের পাশাপাশি ওড়িশাতেও প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। তাই আর ঝুঁকি না নিয়ে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, এর আগেও করোনা পরিস্থিতির জন্য ডিসেম্বরে দু’দিন মন্দির বন্ধ রাখা হয়েছিল। ১ জানুয়ারিও বন্ধ ছিল পুরীর মন্দির। এদিকে কলকাতার কালীঘাট মন্দিরও ১০ তারিখ থেকে বন্ধ থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen