ভারত-বাংলাদেশ নিয়ে ফের বেফাঁস মন্তব্য বিজেপি সাংসদ জগন্নাথের

November 1, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৫৫: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। “বাংলা ভাগ হবে না, এক হবে! ২০২৬-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি এলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকবে না! এমন বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় তুললেন জগন্নাথ সরকার।

তা নিয়ে শোরগোল শুরু হতেই নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে সেই বিতর্ক আরও উসকে দিলেন সাংসদ। এবার তাঁর সাফাই এই যে তিনি বলতে চেয়েছেন ছাব্বিশে বিজেপি জিতলে বাংলায় এত উন্নয়ন হবে যে তার টানে বাংলাদেশও ভারতের সঙ্গে জুড়ে যেতে চাইবে! এহেন মন্তব্যও যথারীতি হাসির খোরাক হয়ে উঠেছে বঙ্গের রাজনৈতিক মহলে।

বৃহস্পতিবার নদিয়ার মাটিয়ারি বানপুরে বিজেপির এক সভায় রানাঘাটের বিজেপি সাংসদের বক্তব্য ছিল, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।” সাংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা বক্তব্য, ‘রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমান্ত থাকবে না। দুই দেশ আবার এক হয়ে যাবে। অন্যদিকে, যে সীমান্ত বিজেপি সাংসদ মুছে ফেলার কথা বলছেন তা ‘রক্ষা’র জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে বিজেপি সরকার-সহ অমিত শাহ পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছেন। যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি অবিলম্বে ওই সাংসদকে বরখাস্ত করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen