বাংলাদেশের সঙ্গে কাঁটাতার না রাখার ঘোষণা, বিতর্কে BJP সাংসদ জগন্নাথ সরকার

October 31, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: ২৬শের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। ভোটার তালিকা সংশোধন, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতর্কের মাঝেই বিজেপি সাংসদ (BJP MP) জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রানাঘাটের সাংসদ বলেন, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, “তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।”

সীমান্ত রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে (West Bengal) বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি (BJP) অভিযোগ করে আসছে। তাদের দাবি, তৃণমূলের (TMC) পরোক্ষ মদতে এই অনুপ্রবেশ ঘটছে এবং তা জনবিন্যাসে প্রভাব ফেলছে। সেই প্রেক্ষিতে এসআইআর (Special Electoral Revision) প্রক্রিয়া শুরু করে কেন্দ্র, যাতে অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যায়।

জগন্নাথ সরকারের মন্তব্য দলের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। যেখানে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, সেখানে দলেরই এক সাংসদের সীমান্তে কাঁটাতার না রাখার ঘোষণা স্বাভাবিকভাবেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen