সোমবার খুলছে জগন্নাথ মন্দির, জারি হল এসওপি
বর্তমানে দেশজুড়ে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওড়িশা সরকার।

আগেই ঘোষণা করা হয়েছিল ১৬ আগস্ট থেকে ধাপে ধাপে খুলে যাবে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। সেইমতো বুধবার বিভিন্ন শ্রেণির ভক্তদের কথা মাথায় রেখে নির্দেশিকা (SOP) প্রকাশ করল শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনস্ট্রেশন (SJTA)। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ২৪ এপ্রিল থেকে বন্ধ হয়ে গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দির।
বর্তমানে দেশজুড়ে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওড়িশা সরকার। কিন্তু, কীভাবে তা খোলা হবে তার দায়িত্ব বর্তায় এসজেটিএর উপর। তারপরেই এদিন ঘোষণা হল সেই সংক্রান্ত গাইডলাইন। বলা হয়েছে, দর্শনার্থীদের সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে। পাশাপাশি দু’টি ডোজ নেওয়ার সার্টিফিকেট অথবা মন্দির দর্শনের ৯৬ ঘণ্টার মধ্যে করা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দরকার। এছাড়া আই কার্ড, আধার বা ভোটার কার্ড তো রাখতেই হবে।
এ প্রসঙ্গে এসজেটিএর প্রধান কৃষান কুমার বলেন, আলোচনার পর কঠোর বিধি মেনে আগামী ১৬ আগস্ট থেকে পুরীর জগন্নাথ মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারপর ২৩ আগস্ট থেকে সকল দর্শনার্থীদের জন্য খুলে যাবে মন্দিরের দ্বার। সর্বসাধারণের জন্য মন্দির খুলে গেলে ভক্তরা সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জগন্নাথের দর্শন পাবেন। তবে আগামী ১৬ থেকে ২০ আগস্ট শুধুমাত্র পুরী পুরসভা এলাকার বাসিন্দারাই মন্দিরে প্রবেশ করতে পারবেন। করোনা মোকাবিলার নিয়ম মেনে শনি ও রবিবার মন্দির বন্ধ থাকবে।