মোক্ষযোগে আগামীকাল জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে হুগলির মাহেশে

প্রতিবারের মতোই স্নাপপিঁড়ির মাঠে এবারেও স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ৬টা বেজে ২০ মিনিটে স্নানপর্ব শুরু হবে।

June 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোক্ষযোগে আগামী ২২ জুন জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে হুগলির মাহেশে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪৭ বছর পর মোক্ষযোগে জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে হুগলির মাহেশে। দিনটি পড়েছে আগামী ২২ জুন। বুধবার সাংবাদিক বৈঠক করেন মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী ও অন্যতম সেবায়েত পিয়াল অধিকারী। প্রতিবারের মতোই স্নাপপিঁড়ির মাঠে এবারেও স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ৬টা বেজে ২০ মিনিটে স্নানপর্ব শুরু হবে। স্নানমঞ্চে বিশেষ আয়োজন থাকবে।

৬২৮ বছরে পা দিচ্ছে মাহেশের রথযাত্রা। এর আগে ১৯৭৭ সালে এক বিশেষ যোগ পড়েছিল জগন্নাথদেবের স্নানযাত্রায়। এবারের স্নানযাত্রার দিন আবার মোক্ষযোগ পড়েছে। স্নানযাত্রায় প্রচুর ভক্ত সমাগম হয়। এবার আরও বেশি ভিড় হবে বলে অনুমান করা হচ্ছে। যাবতীয় ব্যবস্থা করছে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen