‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে বিরোধী ঐক্য নিয়ে বার্তা তৃণমূলের

জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আমরা অবিজেপি, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যের পক্ষে।

August 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

দলের মুখপত্রের সম্পাদকীয়তে কংগ্রেসকে বার্তা দিল তৃণমূল (TMC)। সেইসঙ্গে বিরোধী ঐক্যের কথাও তুলে ধরা হয়েছে। শনিবার তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’র (Jago Bangla) সম্পাদকীয়তে ‘বিরোধী ঐক্য প্রসঙ্গ’ শীর্ষকে লেখা হয়েছে, ‘কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে তার দায়িত্ব পালন করতে পারেনি বলেই বিজেপি এত সাংসদ নিয়ে সরকার গড়ার সুযোগ পেয়েছে। একাধিক রাজ্যেও এই কথা প্রযোজ্য। কংগ্রেস যদি উপযুক্ত বিকল্প হিসেবে লড়াই দিতে পারত, তাহলে গত লোকসভা নির্বাচনেও বিজেপি এত আসন পেত না। ফলে বিরোধী জোট গড়ার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছে, ‘আমরা কখনোই কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলছি না। বরং কোনো তৃতীয় বিকল্প নয়, এবার সরাসরি বিকল্প জোট বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু কংগ্রেস কেন উপযুক্ত লড়াই দিতে পারেনি বা জোট রসায়নে আগের ফাঁকফোকর ভরাট করতে কী কী করা প্রয়োজন, সেগুলো চিহ্নিত করা দরকার।’ 
তৃণমূলের অবস্থান তুলে ধরে এটাও লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে বিজেপি-কে রুখে দিয়ে বিপুল জয়ের পরই বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসার ফর্মুলার পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী দলগুলিকেও সেই বার্তা দিয়েছেন তিনি।’ এ দিন তৃণমূলের মুখপত্রেও সেই বিজেপি ভোট একত্রিত করার উপরেই জোর দেওয়া হয়েছে।  জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আমরা অবিজেপি, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যের পক্ষে। আমরা ঐক্য চাই বলেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লিতে সোনিয়া গান্ধির বাড়ি গিয়ে বৈঠক করেছেন৷ রাহুল গান্ধিও সেখানে ছিলেন৷ সংসদের ভিতরে বাইরে আমাদের বিজেপি বিরোধী ভূমিকা প্রতিষ্ঠিত৷ কিন্তু আমরা চাই, একটা নির্দিষ্ট পদ্ধতিতে ঐক্য হোক। আজ হঠাৎ মনে হল একটা ফোনে বলে দিলাম আমরা মিছিল করছি, চলে আসুন, এটা তৃণমূলের ক্ষেত্রে চলবে না।’ এই বিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ভালো লাগুক বা না লাগুক, বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে (Congress) ছাড়া চলবে না। আর কংগ্রেস কখনও বিজেপির সঙ্গে হাত মেলায়নি। আমি আশাবাদী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হবে। কারণ মোদীর সরকারকে হটানো মূল লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen