আজ থেকে বেরোবে দৈনিক ‘জাগো বাংলা’, কী কী থাকছে, দেখে নিন

আজ থেকে দৈনিক হচ্ছে “জাগো বাংলা”। দুপুরে উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

July 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ একুশে জুলাই। বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ভার্চুয়াল ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে এদিন থেকেই পথচলা শুরু হচ্ছে দৈনিক ‘জাগো বাংলা’র (Jago Bangla)।

আজ থেকে দৈনিক হচ্ছে “জাগো বাংলা”। দুপুরে উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী কী থাকছে আজ ‘জাগো বাংলা’য়:

  • “এবার শপথ চলো দিল্লি”। লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • “দুর্ভেদ্য দুর্গের মত সংগঠন।” লিখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।
  • ”মমতার কলম ছাড়া সম্পূর্ণ হত না।” লিখছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
  • ”মাইতিদা রিভলভার না বের করলে সেদিন ওরা মমতাদিকে মেরেই দিত।” লিখছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এর সঙ্গে টাটকা সব খবর, তৃণমূলের কর্মসূচি, দিল্লি দরবার, দেশ বিদেশ, আমার বাংলা, খেলা, স্বাস্থ্য, ভ্রমণ, নিজের পায়ে – আরও নানা বিভাগ।

‘জাগো বাংলা’ পড়া যাবে এই ওয়েবসাইটে: www.jagobangla.in

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen