এবার জেপি নাড্ডার মুখে শোনা গেল জয় বাংলা স্লোগান
এবার সেই বিজেপির দফতরেই শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান।

বাংলার মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের(TMC) অন্যান্য নেতাদের বহুবার ‘জয় বাংলা'(Jai Bangla) স্লোগান দিতে দেখা গেছে। তা নিয়ে তাদের সমালোচিতও হতে হয়েছে বহুবার। বলা হয়েছে বৃহত্তর বাংলা গড়ার পরিকল্পনায় বাংলাদেশের স্লোগান ব্যবহার করছে তৃণমূল। এই অভিযোগ অন্য কেউ না, করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যখন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন, তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) টুইটারে পোস্ট করেছিলেন, ‘ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান : জয় বাংলা’। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংক্ষিপ্ত বক্তৃতার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মাননীয়ার মুখে বাংলাদেশী স্লোগান।’
এবার সেই বিজেপির দফতরেই শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। আর সেটাও দিলেন কিনা খোদ বিজেপির সর্বভারতীয সভাপতি জে পি নড্ডা(JP Nadda)।
দিনতিনেক আগেই রাজ্যে ঘুরে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেই রেশ ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে রাখতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বুধবার রাজ্যে এসেছেন তাঁর অন্যতম সেনাপতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সেইসঙ্গে বাঙালি ভাবাবেগকে ধরতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি। বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনাও করেন। আর সেই আবেগের রেশ ধরে রাখতেই যে জয় বাংলা স্লোগান সেও বেশ বুঝতে পারছে রাজনৈতিক মহল। কিন্তু এখন প্রশ্ন উঠছে তাহলে এই দ্বিচারিতা কেন?
এতদিন যে স্লোগানের বিরোধীতা করল, এখন কেন সেই স্লোগানই ব্যবহার করতে হচ্ছে বিজেপিকে। ভোটের মুখে বাঙালির মন পেতে কি তাহলে এতোটাই মরিয়া তারা?