কেমন লাগে জেলে রাত কাটাতে? আলিপুর সংশোধনাগারের শুরু হচ্ছে জেল পর্যটন!

পর্যটকদের জন্য জেল কুঠুরিগুলির আধুনিকীকরণ করা হবে।

April 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কেমন লাগে জেলে রাত কাটাতে? ছবি: নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকদের এবার জেল জীবনের স্বাদ পাওয়ার সুযোগ করে দিতে চলেছে রাজ্য। শুরু হতে চলেছে জেল পর্যটন। এবার আলিপুর সংশোধনাগারের জেল কুঠুরিতে পর্যটকদের রাত কাটানোর বন্দোবস্ত করছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশ। জানা গিয়েছে, জেলের ৪৩টি সেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের জন্য জেল কুঠুরিগুলির আধুনিকীকরণ করা হবে। ইতিমধ্যেই পুরসভা এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।

সেলুলার জেল দেশের অন্যতম এক পর্যটন কেন্দ্র, বহু মানুষ তা দেখতে যান। সম্প্রতি উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র সরকারও জেল পর্যটন শুরু করেছে। এবার বাংলায় শুরু হতে চলেছে জেল পর্যটন। উল্লেখ্য, আলিপুরে গতবছরই শুরু হয়েছে জেল মিউজিয়াম। জেল মিউজিয়ামের টিকিটের মূল্য ৩০ টাকা। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। পঞ্চাশটি সেলকে কটেজে পরিণত করা হচ্ছে। সেলগুলো সবই স্বাধীনতার পরবর্তী সময়ে তৈরি। আধুনিক শয্যা, সোফা, বাতানুকূল যন্ত্র, টেলিভিশন, ফ্রিজ, আধুনিক শৌচালয় ইত্যাদি থাকবে সেলগুলোতে। এছাড়াও থাকছে ক্যান্টিন। রুম সার্ভিসেরও ব্যবস্থা করা হচ্ছে। স্ট্যান্ডার্ড ও ডিলাক্স দুটি শ্রেণীতে কটেজগুলো ভাড়া দেওয়া হবে। যদিও ভাড়া সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen